প্রথম খুতবা

সূচনা

الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله

فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده

ورسوله، صلى الله عليه وعلى آله وسلم.

قال تعالى : ﴿ يَتَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ، وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ ﴾ آل عمران : ۱۰۲

وقال تعالى: ﴿ يَأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً

وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ، وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا ﴾ النساء : 1

وقال تعالى: ﴿ يَتَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا * يُصْلِحْ لَكُمْ أَعْمَلَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ

وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا ) الأحزاب : ۷۰ - ۷۱

অতপরঃ

হে সম্মানিত মুসলিম! আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কিতাব 'আল কুরআন' হচ্ছে মহাসত্য বানী। মুহাম্মাদ এর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ মতাদর্শ। এর বিপরীতে, সর্ব নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীন আল ইসলামের মাঝে বিদ'আত বা নতুন বিষয়ের আবিষ্কার আর সংযোজন। এ হল স্পষ্ট ভ্রষ্টতা, যার পরিনাম জাহান্নাম!

জুমা'আয় আগত প্রিয় মুসলিম! আলহামদুলিল্লাহ! করোনা পরিস্থিতিতেও আল্লাহ রাব্বুল ইযযাত আমাদের সবাইকে সুস্থভাবে ঈমানের সাথে জুমায় আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তা'লার সুন্দরতম নামসমুহ নিয়ে আমাদের চলমান খুতবা সিরিজের আজকের জুমা'র সংক্ষিপ্ত আলোচনার বিষয় হল আল্লাহ আযযা ওয়া জালের আরেকটি সুন্দরতম নাম "আল জাব্বার”। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা হলেন আল জাব্বার! তিনি সেই সুমহান মর্যাদার অধিকারী একমাত্র সত্তা যিনি তাঁর সৃষ্টিকে পুনরুদ্ধার করেন; সংস্কার বা মেরামত করেন। যিনি অদম্যভাবে সমস্ত সৃষ্টিকে স্বাচ্ছন্দ্যে এবং পর্যাপ্ততায় সমৃদ্ধি দান করেন। যিনি তাঁর বান্দাকে মেরামত, সংস্কার এবং সম্পূর্ণ করেন। যে পবিত্র সত্ত্বা অতিসহজে প্রতিটি জিনিসকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত হতে, অনুগত হতে বাধ্য করেন। যিনি তাঁর যেমন ইচ্ছা সেই অনুসারে প্রতিটি জিনিসকে পরিচালিত হতে বাধ্য করেন। "আল জাব্বার” সেই সুমহান প্রভু, যিনি সমস্ত সৃষ্টির উপরে, সাত আসমানে তাঁর আরশে সমাসীন এবং সম্পূর্ণ অপ্রতিরোধ্য।

ভাষাগত ভাবে আল জাব্বারঃ আল জাব্বার শব্দের মূল আরবী ক্রিয়া “জিম বা রা” যে ধ্রুপদি অর্থসমূহ প্রকাশ করে তা হচ্ছেঃ কোন কিছুকে তার সঠিক পূর্বাবস্থায় ফিরিয়ে আনা; নরমাল অবস্থায় ফিরিয়ে আনা; কোন কিছুকে সুবিধা প্রদান করা; সমগ্র সৃষ্টির উপর সুমহান মর্যাদায় সমুন্নত থাকা; বাধ্যকারী, অপ্রতিরোধ্য ইত্যাদি। ইন্টারেস্টিং ব্যাপার হল, আমরা যে এলজাবরা'র অঙ্ক বা সমীকরণ করি, তার উৎপত্তি ও জাব্বার ক্রিয়ামূল থেকে এসেছে! অর্থাৎ গাণিতিক সমীকরনের সমস্যার সমাধান করা!


লেখকঃ আবু আমনুন সায়্যিদ।

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।