ব্রামিলিয়া, ২০ সফর ১৪৪৪ হিজরী, ০২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম খুতবা
সূচনা
হে সম্মানিত মুসলিম ও মুসলিমা! অতঃপর, অত্যন্ত জরুরী যে বিষয়ে প্রতি খুতবায় আমার নিজের এবং আপনাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি, তা হল... Then, in every sermon, the most important thing that I try is to draw mine and your attention to...
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সম্মানিত কিতাব আল কুর'আন হচ্ছে মহাসত্য বানী। মুহাম্মাদ এর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ মতাদর্শ। এর বিপরীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীন আল ইসলামের মাঝে বিদ'আত বা নতুন বিষয়ের আবিষ্কার আর সংযোজন। এ হল স্পষ্ট পথভ্রষ্টতা যার ভয়াবহ পরিণাম জাহান্নাম!
O Respected Muslim & Muslimah! Allah Subhanahu wa Ta'ala's noble book Al-Qur'an is the greatest truth. Muhammad's creed is the best ideology. On the contrary, the worst thing is the discovery and addition of new things, i.e. Bid'a in the Deen al Islam. This is a clear deviation, the terrible result of which is hellfire!
আলহামদুলিল্লাহ, আজকের খুতবায়, আল্লাহর সন্তুষ্টি, যা আল্লাহ'র পবিত্র কথায় 'বিরাট সাফল্য' তা অর্জনের জন্য আমরা আমাদের মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সম্মানিত আসমাউল হুসনা, আমাদের বর্ণনার ক্রমানুসারে ৮৮ এবং ৮৯তম, অর্থাৎ "আদ-দার (উৎপীড়নকারী) ও আন-নাফি' (হিতকারী)”, ইন শা আল্লাহ এই নাম দুটি নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা করবো। Alhamdulillah, in today's sermon, as a reminder to gain the good pleasure of Allah, which in the Holy Word of Allah is the 'Greatest Success', we will have a brief yet informative discussion about our Lord, may He Be Glorified and Exalted, in the order of our narration of the revered Asma ul Husna of Allah Subhanahu wa Ta'ala's 88th and 89th names, i.e. "Ad Darr - The Afflictor, And An Nafi' - The Benefactor", in sha Allah.
সুপ্রিয় উপস্থিতি! Dear Audience! ইসলামের স্কলারগণ বলেন যে, আল্লাহর কিছু নাম এককভাবে ব্যবহৃত হয়, আবার কিছু নাম অন্য নামের সাথে মিলে একত্রে ব্যবহৃত হয়। এতে প্রমাণিত হয় যে, আলাদাভাবে আলাদাভাবে আল্লাহ যেমন পূর্ণাঙ্গ গুণের অধিকারী তেমনি যৌথভাবেও তিনি উভয় নামেই পরিপূর্ণ গুণের অধিকারী। Islamic scholars say that some names of Allah are used individually, while some names are used together with other names. This proves that just as Allah possesses perfect qualities when His names are mentioned alone; He also possesses perfect qualities when His names are paired.
গত জুম'আয় যেমন আল্লাহ'র মুবারাক দুটি নাম আল মুগণী ও আল মান'ঈ নিয়ে আলোচনা করেছিলাম, তেমনি আল্লাহর কিছু নাম আছে যা তার বিপরীত নাম ব্যতীত ব্যবহৃত হয় না। কেননা প্রকৃত পূর্ণতা ও পূর্ণাঙ্গতা উভয় নাম একত্রে ব্যবহার হলেই তবে বুঝা যায়। এ ধরণের নামের অন্তর্ভুক্ত হলো আজকের আলোচ্য সুন্দরতম দুটি নামঃ আদ-দার (যন্ত্রনাদানকারী, উৎপীড়নকারী) ও আন-নাফি' (অনুগ্রাহক, হিতকারী, উপকারকারী)। As। discussed the two blessed names of Allah; Al Mugni and Al Man'i last Friday, there are some names of Allah that are not used without their opposite names. Because real perfection and completeness can only be understood when both names are used together. Among such names are two of the most beautiful names being discussed today: Ad-Darr (the tormentor, the oppressor) and An-Nafi' (the benefactor).
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment