ব্রাসিলিয়া, ব্রাজিল, ০৮ সফর ১৪৪২, ১০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ সেপ্টেম্বর ২০২০
إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ قال الله تعالى
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا وقال تعالى كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ وقال تعالى يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
فَإِن أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ تَعَالَى وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
أَمَّا بَعْدُ
আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাযিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম!
96:1 اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
96:2 خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ
96:3 اقْرَأْ وَ رَبُّكَ الْأَكْرَمُ
96:4 الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
96:5 عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمُ
পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে 'আলাক' থেকে। পড়, আর তোমার রব মহামহিম। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না। (আল-বায়ান)।
সর্বশক্তিমান আল্লাহ তা'য়ালা জ্ঞান অর্জনের অপর মাধ্যম লেখার অন্যতম আরেকটি টুল বা ইন্সট্রুমেনট বা সরঞ্জাম কলমের শপথ করেছেনঃ
68:1 نَ وَ الْقَلَمِ وَ مَا يَسْطُرُونَ
নূন; কলমের কসম এবং তারা যা লিখে তার কসম! (আল-বায়ান)
সম্মানিত জুমা'আর মুসল্লিগণ!
ইসলাম জ্ঞানের ধর্ম। জ্ঞান মানে ইসলাম আর ইসলাম মানেই জ্ঞান। ইসলাম জ্ঞানীদের ধর্ম। ইসলাম স্মার্ট অনুসারীদের ধর্ম। বুদ্ধিমানদের জন্য পরিপূর্ণ জীবন বিধান। Islam is the complete code of life for intelligent people. Those who ponder reflect think. সর্বশ্রেষ্ঠ বানী আল-কুরআনের প্রথম আয়াত মহান আরশের অধিপতি আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা থেকে সর্বপ্রথম নির্দেশ নিয়ে ওয়াহী হিসেবে সর্বশ্রেষ্ঠ রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের কাছে "ইকরা read পড়” নাযিল হয়ে ছিল। তাই স্কলারগণ বলেন 'পড়া' হল জ্ঞান অর্জনের অন্যতম প্রধান চাবিকাঠি।
মুজাহিদ বলেন, কলম মানে যে কলম দিয়ে যিকর অর্থাৎ কুরআন মজীদ লেখা হচ্ছিলো। [কুরতুবী] কলম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “সর্বপ্রথম আল্লাহ তা'আলা কলম সৃষ্টি করে তাকে লেখার আদেশ করেন। কলম বলল, কী লিখব? তখন আল্লাহ বললেন, যা হয়েছে এবং যা হবে তা সবই লিখ। কলম আদেশ অনুযায়ী অনন্তকাল পর্যন্ত সম্ভাব্য সকল ঘটনা ও অবস্থা লিখে দিল।” [মুসনাদে আহমাদ: ৫/৩১৭] অন্য হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ তা'আলা সমগ্র সৃষ্টির তাকদীর আকাশ ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে দিয়েছিলেন।” [মুসলিম: ২৬৫৩, তিরমিযী: ২১৫৬, মুসনাদে আহমাদ: ২/১৬৯]
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment