ব্রাসিলিয়া, ব্রাজিল, ১৫ সফর ১৪৪২, ১৭ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০২ অক্টোবর ২০২০

প্রথম খুতবা

সূচনা - খুতবাতুল হাজা

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ قَالَ الله تعالى

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا وقال تعالى كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ وقال تعالى يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

فَإِن أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ تَعَالَى وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ

أَمَّا بَعْدُ

সম্মানিত জুমা'র মুসল্লিগণ!

ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি তা আমরা সবাই কম বেশী বুঝতে পারি।

ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি?

প্রতি জুমাতে সারা বিশ্বের লক্ষ লক্ষ মসজিদে জুমার খুতবার শুরুতে আমরা আরবিতে খতিবের মুখ থেকে একটি বাক্য শুনি, কিন্তু আমরা আরবি না জানার কারণে আসলে কথাটি বুঝতে পারিনা। কথাটি হলঃ আল্লাহ যাকে হেদায়াত দেন সে ই শুধুমাত্র হেদায়াত পায়, আর যাকে আল্লাহ হেদায়াত বঞ্চিত করেন, সে কোনভাবেই হেদায়াত পায়না। আর যে হেদায়াত থেকে বঞ্চিত সে ক্ষতিগ্রস্ত। যেমন সুরা আসরে আল্লাহ বলেনঃ

103:1 وَ الْعَصْرِ 

103.2 إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ 

কালের শপথ! মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (ডুবে) আছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। (তাইসিরুল)।

কারা ক্ষতিগ্রস্ত নয় সেই তালিকায় সর্ব প্রথম হল তারা যারা ঈমান এনেছে। তারপর নিজেরা নেক বা ভাল কাজ করে, একে অপরকে ভাল কাজের সৎ পরামর্শ দেয়, আর খুব জরুরী বিষয় ধৈর্য ধারণের উপদেশ দেয়। আমাদের অনেকে আছেন যারা অনেক ভাল কাজ করেন, পরোপকার করে সারা জীবন পার করে দেন, যেমন উদাহরণ স্বরূপ বলতে পারি, মাদার তেরেসা'র কথা। নিঃসন্দেহে উনি দুনিয়াতে অনেক ভাল কাজ করেছেন, আর তাই আল্লাহ তাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার পাওয়ার ব্যবস্থা করেছেন। কিন্তু আখিরাতের ব্যাপারে তাঁর কি হবে? আল্লাহ ভাল জানেন। কিন্তু কুরআন- হাদিস থেকে আমরা যা জানতে পাই তা থেকে বুঝা যায় আখিরাতে তিনি ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে গেলেন কারণ তিনি এক আল্লাহর উপর ঈমান আনেন নি! এই হেদায়াত আল্লাহ উনাকে নসীব করেন নি।


লেখকঃ আবু আমনুন সায়্যিদ। 

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।