ব্রাসিলিয়া, ব্রাজিল, ৩০ মুহাররাম ১৪৪২, ০৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৮ সেপ্টেম্বর ২০২০
إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا
مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ قال الله تعالى
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا وقال تعالى كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ وقال تعالى يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
فَإِن أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ تَعَالَى وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
أَمَّا بَعْدُ
বান্দা তার মা'বুদকে স্মরণ করলে মা'বুদ তাকে স্মরণ করবেন
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَ لَا تَكْفُرُونِ (۱۵۲)
অতএব, তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার শোকর আদায় কর, আমার সাথে কুফরী করো না। (আল-বায়ান)।
দ্বীন আল ইসলামে আমার প্রিয় ভাই ও বোনেরা!
বিশ্বাস করুন, আল্লাহর পবিত্র নামের স্মরণে যে বরকত, স্বাদ ও আনন্দ রয়েছে তা অন্য কিছুতে নেই। আল্লাহর যিকির এমন এক মহাশক্তি, যা অন্ধকারে আলো আনে, দুর্বলকে সবল করে এবং সকল বিপদ আপদে যিকির কারীকে দৃঢ়পদ রাখে। কারণ আল্লাহর স্মরণকারীর দৃঢ় বিশ্বাস এই যে, আল্লাহর ফয়সালা বান্দার জন্য সবসময় কল্যাণ নিয়ে আসে।
কুর'আন মজীদে বেশি বেশি করে আল্লাহর যিকির করতে বলা হয়েছে। ওলামারা বলেন, অন্য কোনো ইবাদত সম্পর্কে এমন কথা বলা হয়নি। কারণ অন্য ইবাদাত আল্লাহ আযযা ওয়া জাল কে স্মরণ করার জন্যই আর রাহমানের যিকিরের জন্যই করা হয়। আল্লাহর যিকির এমন এক বিষয়, যা মানুষকে ঈমানের উপর উজ্জীবিত করে সব ধরনের গুনাহ থেকে রক্ষা করে শরী'আর হুকুম অনুযায়ী চলতে সাহায্য করে। মনে রাখি, আল্লাহর স্মরণ এত সহজ যে এর জন্য আলাদা করে বেশি সময় ব্যয় করার কিংবা অন্যান্য কাজ স্থগিত রাখার প্রয়োজন হয় না। অনেক স্কলার বলেন, আল্লাহর যিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। কুর'আন মজীদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তাকে স্মরণ করেন। যেমন আমরা কিছুক্ষণ পূর্বে সুরা বাকারার যে আয়াত তিলাওয়াত করেছিঃ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করব এবং শোকর গোযারি কর, না-শোকরি করো না। (সূরা বাকারা: ১৫২)
ইন শা আল্লাহ, আজকের জুমা'আ তে আমরা আল্লাহর স্মরণ যিকরাল্লাহ 'তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদেরকে স্মরণ করব' নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা করবো! এটা এ কারণে যে, আল্লাহর স্মরণ দুনিয়া-আখিরাতে, উভয় পৃথিবীতে আমাদের একমাত্র মুক্তির সনদঃ দুনিয়ার সফলতা, জান্নাত লাভের উপায় ও জাহান্নাম থেকে নাযাতের পথ।
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment