ব্রাঘিলিয়া, ২৭ মুহাররাম ১৪৪৪ হিজরী, ১১ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৬ অগাস্ট ২০২২

প্রথম খুতবা

সূচনা


হে সম্মানিত মুসলিম ও মুসলিমা! অতঃপর, অত্যন্ত জরুরী যে বিষয়ে প্রতি খুতবায় আমার নিজের এবং আপনাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি, তা হল... Then, in every sermon, the most important thing that I try is to draw mine and your attention to...

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সম্মানিত কিতাব আল কুর'আন হচ্ছে মহাসত্য বানী। মুহাম্মাদ  এর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ মতাদর্শ। এর বিপরীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীন আল ইসলামের মাঝে বিদ'আত বা নতুন বিষয়ের আবিষ্কার আর সংযোজন। এ হল স্পষ্ট পথভ্রষ্টতা যার ভয়াবহ পরিণাম জাহান্নাম!

O Respected Muslim & Muslimah! Allah Subhanahu wa Ta'ala's noble book Al-Qur'an is the greatest truth. Muhammad's creed  is the best ideology. On the contrary, the worst thing is the discovery and addition of new things, i.e. Bid'a in the Deen al Islam. This is a clear deviation, the terrible result of which is hellfire!

আলহামদুলিল্লাহ, আজকের খুতবায়, আল্লাহর সন্তুষ্টি, যা আল্লাহ'র পবিত্র কথায় 'বিরাট সাফল্য' তা লাভের স্মরনিকা হিসাবে আমরা আমাদের মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সম্মানিত আসমাউল হুসনা, আমাদের বর্ণনার ক্রমানুসারে ৮২ এবং ৮৩তম, অর্থাৎ “যুল-জালালি-ওয়াল-ইকরাম: মহিমান্বিত ও দয়াবান সত্তা, এবং আল- মুক্বসিতঃ হকদারের হক-আদায়কারী”, ইন শা আল্লাহ এই নাম দুটি নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা করবো। Alhamdulillah, in today's sermon, as a reminder to gain the pleasure of Allah, which in the Holy Word of Allah is the 'Greatest Success',

we will have a brief yet informative discussion about our Lord, may He Be Glorified and Exalted, in the order of our narration of the revered Asma ul Husna of Allah Subhanahu wa Ta'ala's 82nd and 83rd names, i.e. "Zul-Jalal -I- Wal Ikram: The Lord of Majesty and Generosity, And Al-Muqsit: The Just, the Equitable ", in sha Allah.

সুপ্রিয় উপস্থিতি! Dear Audience!

'যুল জালালি ওয়াল ইকরাম' হলেন সে সুমহান প্রভু যিনি 'সমস্ত সৃষ্টি জগতের অধিপতি; যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য; মহত্ব ও বড়ত্ব এবং দয়া ও ইহসানের অধিকারী'। 'Zul Jalali Wal Ikram' is the Great Lord who is the 'Master of all creation; Who deserves to be feared and only Supreme authority to be praised by His creation; Possessor of majesty and greatness, kindness and benevolence'.


লেখকঃ আবু আমনুন সায়্যিদ।

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।