ব্রামিলিয়া, ১০ জিলকদ ১৪৪৩ হিজরী, ২৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ১০ জুন ২০২২
প্রথম খুতবা
সূচনা
অতঃপর, প্রতি খুতবায় অত্যন্ত জরুরী যে বিষয়ে আমার নিজের এবং আপনাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি, তা হল...
হে সম্মানিত মুসলিম ও মুসলিমা! আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সম্মানিত কিতাব আল কুর'আন হচ্ছে মহাসত্য বানী। মুহাম্মাদ ﷺ এর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ মতাদর্শ। এর বিপরীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীন আল ইসলামের মাঝে বিদ'আত বা নতুন বিষয়ের আবিষ্কার আর সংযোজন। এ হল স্পষ্ট পথভ্রষ্টতা যার ভয়াবহ পরিণাম জাহান্নাম!
O Respected Muslim & Muslimah! Allah Subhanahu wa Ta'ala's noble book Al-Qur'an is the greatest truth. Muhammad's creed ﷺ is the best ideology. On the contrary, the worst thing is the discovery and addition of new things, i.e. Bid'a in the Deen al Islam. This is a clear deviation, the terrible result of which is hellfire!
যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাযিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় হয়নি? আর তারা যেন তাদের মত না হয়, যাদেরকে ইতঃপূর্বে কিতাব দেয়া হয়েছিল, তারপর তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হল, অতঃপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল। আর তাদের অধিকাংশই ফাসিক। [সুরা হাদীদঃ১৬]। Has the
time not come for those who have believed that their hearts should become humbly submissive at the remembrance of Allah and what has come down of the truth? And let them not be like those who were given the Scripture before, and a long period passed over them, so their hearts hardened; and many of them are defiantly disobedient. [Sura Hadeed: 16].
আলহামদুলিল্লাহ, আজকের খুতবায়, আল্লাহর স্মরণে আমরা আমাদের মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সম্মানিত আসমাউল হুসনা, আমাদের বর্ণনার ক্রমানুসারে ৬০তম এবং ৬১তম, অর্থাৎ “আল-হাইয়্যু – চিরঞ্জীব এবং আল-ক্বাইয়্যুম সমস্তকিছুর ধারক", ইন শা আল্লাহ এই নাম দুটি নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা
করবো। Alhamdulillah, in today's sermon in remembrance of Allah we will have a brief yet informative discussion about our Lord, may He Be Glorified and Exalted, in the order of our narration of the revered Asma ul Husna of Allah Subhanahu wa Ta'ala's 60th and 61st names, i.e. "Al-Hayyu- The Ever Living and Al-Qayyum - The Eternal", in sha Allah.
আল-হাইয়্যু হলেন যার রয়েছে পূর্ণ জীবন, চিরঞ্জীব, যার কোন শেষ নেই এবং আল- ক্বাইয়্যুম হলেন যিনি নিজে প্রতিষ্ঠিত, চিরপ্রতিষ্ঠিত ধারক। তিনি আসমান ও জমিনের সব কিছুকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের পরিচালনা, রিযিক দান এবং যাবতীয় দেখা-শুনা তিনি করে থাকেন। ইসলামী স্কলারদের মতে আল-হাইয়্যু হলো তাঁর, সুবহানাহু ওয়া তা'লার যাতের গুণাবলীর সমষ্টি; আর আল- ক্বাইয়্যুম হলো তাঁর কর্মসমূহের গুণের সমষ্টি। এদুটি নাম একত্রে বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্যে উল্লেখ করা হয়। আল্লাহ তাঁর কিতাবের বিভিন্ন জায়গায় উক্ত নাম দুটি একত্রিত করেছেন। যেমন আয়াতুল কুরসী খ্যাত আয়াতে আল্লাহ তা'আলা বলেছেন: ]اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ﴾ [البقرة: ٢٥٥ আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। [সুরা বাকারাঃ২৫৫]।
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment