ব্রাযিলিয়া, ০৪ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরী, ১৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ৩০ সেপ্টেম্বর ২০২২
প্রথম খুতবা
সূচনা
হে সম্মানিত মুসলিম ও মুসলিমা! অতঃপর, অত্যন্ত জরুরী যে বিষয়ে প্রতি খুতবায় আমার নিজের এবং আপনাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি, তা হল... Then, in every sermon, the most important thing that I try is to draw mine and your attention to...
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সম্মানিত কিতাব আল কুর'আন হচ্ছে মহাসত্য বানী। মুহাম্মাদ ﷺ এর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ মতাদর্শ। এর বিপরীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীন আল ইসলামের মাঝে বিদ'আত বা নতুন বিষয়ের আবিষ্কার আর সংযোজন। এ হল স্পষ্ট পথভ্রষ্টতা যার ভয়াবহ পরিণাম জাহান্নাম!
O Respected Muslim & Muslimah! Allah Subhanahu wa Ta'ala's noble book Al-Qur'an is the greatest truth. Muhammad's creed ﷺ is the best ideology. On the contrary, the worst thing is the discovery and addition of new things, i.e. Bid'a in the Deen al Islam. This is a clear deviation, the terrible result of which is hellfire!
আলহামদুলিল্লাহ, আজকের খুতবায়, আল্লাহর সন্তুষ্টি, যা আল্লাহ'র পবিত্র কথায় 'বিরাট সাফল্য' তা অর্জনের জন্য আমরা আমাদের মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সম্মানিত আসমাউল হুসনা, আমাদের বর্ণনার ক্রমানুসারে ৯২ এবং ৯৩তম, অর্থাৎ "আল বাদি'ঈ (অতুলনীয়) ও আল বাক্বী (অবিনশ্বর)”, ইন শা আল্লাহ এই নাম দুটি নিয়ে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা করবো। Alhamdulillah, in today's sermon, as a reminder to gain the good pleasure of Allah, which in the Holy Word of Allah is the 'Greatest Success', we will have a brief yet informative discussion about our Lord, may He Be Glorified and Exalted, in the order of our narration of the revered Asma ul Husna of Allah Subhanahu wa Ta'ala's 92nd and 93rd names, i.e. "Al Badi' - The Incomparable, And Al Baaqi- The Everlasting", in sha Allah.
সুপ্রিয় উপস্থিতি! Dear Audience! Allah calls Himself Al-Badi ) الْبَدِيعُ (The incomparable Originator- on two occasions in the Qur'an. He is the One who initiates and creates in amazing and original ways that have no precedent, without any previous model for example. Al-Badi' is the incomparable, the unique, and only One who originates, commences, invents, and creates in a perfect way! আল্লাহ আযযা ওয়া জাল্ল নিজেকে আল কুর'আনে দুইবার আল-বাদী'ঈ বলেছেন, যার অর্থ হল তিনি অতুলনীয় প্রবর্তক। তিনিই সেই সুমহান সত্তা যিনি সূচনা করেন এবং আশ্চর্যজনক এবং মূল উপায়ে কোনো পূর্ববর্তী মডেল ছাড়া তৈরি করেন যার কোনো নজির নেই। আল-বাদি'ঈ অতুলনীয়, অনন্য এবং একমাত্র যিনি উৎপত্তি, উদ্ভাবন এবং নিখুঁত উপায়ে সৃষ্টি করেন!
সুপ্রিয় উপস্থিতি! Dear Audience! Allah سُبْحُنَهُ وَتَعْلَى is Al-Baqi الْبَاقِي (the everlasting. And He is ever-Present, Who remains existing forever, from the beginning before beginning, and for the end after the end. He is the One the duration of Whom never ends, and such duration is described perpetual, eternal, and endless. His Attributes are eternal, existing before His creation. The existence of His creations did not add anything to His Attributes. As He is eternal in His Attributes (without beginning), so is He eternal with them (without end). He is the One who keeps whomever He wills for the duration He wills, and nothing remains without His Will to sustain it. His dominion is constant, and His domain is permanent. আল্লাহ হলেন আল বাক্বী। তিনি চিরস্থায়ী, এবং তিনি চির-বর্তমান, যিনি চিরকাল বিরাজমান, শুরু থেকে শুরুর আগে এবং শেষের থেকে শেষের পরে। তিনিই সেই সুমহান যাঁর সময়কাল কখনও শেষ হয় না এবং এই সময়কালকে চিরস্থায়ী, চিরন্তন এবং অন্তহীন বর্ণনা করা হয়েছে। তাঁর গুণাবলী চিরন্তন, তাঁর সৃষ্টির আগে থেকেই বিদ্যমান। তাঁর সৃষ্টির অস্তিত্ব তাঁর গুণাবলীতে কিছুই যোগ করেনি। তিনি তাঁর গুণাবলীতে শুরু ও শেষ ছাড়াই চিরন্তন। তিনি যাকে ইচ্ছা যতটুকু সময়কাল টিকিয়ে রাখেন তাঁর ইচ্ছা ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। তাঁর আধিপত্য সুস্থির, এবং তাঁর রাজত্ব চিরস্থায়ী।
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment