১ম পর্ব

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ قال الله تعالى

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا وقال تعالى كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ وقال تعالى يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

فإن أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ تَعَالَى وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ

أَمَّا بَعْدُ

আজকের খুতবার ভূমিকাঃ

# প্রসিদ্ধ আরব কবি ফারাযদাক স্বীয় স্ত্রীকে দাফন করছিলেন, তখন হাসান বসরী (রঃ) তাকে বলেন, এ দিনের জন্য কী প্রস্তুত করেছ? কবি ফারাযদাক উত্তর দিলেন: সত্তর বছর যাবৎ লা-ইলাহা ইল্লাল্লাহর সাক্ষীকে প্রস্তুত করছি। হাসান বসরী (রঃ) বললেন: তোমার প্রস্তুতি খুব সুন্দর; কিন্তু লা- ইলাহা ইল্লাল্লাহর কতিপয় শর্ত রয়েছে। খবরদার সতী-সাধ্বী নারীকে কখনো অপবাদ দিবে না”।

# 'আশারা মুবাশশারা তথা জীবিত অবস্থায় জান্নাতের সু সংবাদ প্রাপ্ত দশ সাহাবি (রাঃ) খ্যাত আবু উবায়দা আমির ইবন যাররা' বিলাদ আশ-শামে প্লেগ আক্রান্ত হয়ে মৃত্যুসজ্জায় যে সকল নাসিহা করেছিলেন তাঁর মধ্যে উল্লেখ যোগ্য একটা ছিলঃ মনে রেখো, হাজার বছর হায়াত লাভের পরেও তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে!

# ইসলামের স্কলারগণ বলেন, কেউ মুসলিম হয়ে জন্মগ্রহণ করল কি না তা যতটুকু জরুরী, তাঁর চেয়ে অনেক অনেক অনেক গুণ বেশী জরুরী হল সে ইসলামের উপর মৃত্যু বরণ করল কি না! আর-রাহমান, আর-রাহিম, তাওবা কবুল কারী, কিন্তু কঠোর শাস্তি দাতা আল্লাহ; মুসলিম না হয়ে

মৃত্যুবরন করতে নিষেধ করেছেন মর্মে নাযিলকৃত আয়াতে কারীমা খতীবগণ প্রতি জুমা'য় তিলাওয়াত করে বারংবার আমাদেরকে স্মরণ করাতে থাকেন!


লেখকঃ আবু আমনুন সায়্যিদ। 

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।