ব্রাসিলিয়া, ব্রাজিল, ২৭ রবিউল আওয়াল ১৪৪২, ২৮ কার্ত্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৩ নভেম্বর ২০২০

প্রথম খুতবা

সূচনা

সম্মানিত জুমা'আর মুসল্লিগণ!

আলহামদুলিল্লাহ, আমরা বিগত কয়েক জুমা ধরে অত্যন্ত জরুরী কয়েকটি বিষয়ে খুতবা করেছি। আপনাদের স্মরণ করানোর জন্য বিষয়গুলি বলছিঃ "ঈদে মিলাদুন্নবী ;" "আল্লাহর সাহায্য ও বিজয় কবে আসবে? অর্জনের উপায় কি"; "ইসলামে ভ্রাতৃত্ববোধ” ইত্যাদি। আসলে প্রতিটি জুমা খুতবায় আমরা প্রধানত যা বলতে চাই তা হল, ইসলাম সম্পর্কে জানার ব্যাপারে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এবং তাঁর প্রিয় হাবীব রাসুলুল্লাহ এর ব্যাপারে জানার আগ্রহ বাড়ানো। যাতে করে আমরা উভয় জগতে সফলতা লাভ করতে পারি।

শুধু জুমা'র খুতবা দিয়ে কাউকে ইসলামের বিষয়ে গভীর জ্ঞানী করে তোলা যাবেনা, বা জুমা খুতবার উদ্দেশ্য ও তা নয়। জুমা'র খুতবা শুনে তা আমরা মসজিদে বা মুসাল্লায় ফেলে দিয়ে যাবনা। আমরা খুতবাগুলোকে নিয়ে পরবর্তীতে চিন্তা-ভাবনা-গবেষণা বা ন্যূনতম পর্যায়ে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করবো বি ইদ নিল্লাহ ইন শা আল্লাহ! এরই ধারাবাহিকতায় আজকের সংক্ষিপ্ত - খুতবায় আমরা লাল রেখা বা দ্য রেড লাইন” শিরোনামে খুতবা শুনবো।

সম্মানিত মুসলিম! একজন মুসলিম হিসেবে "লাল রেখা” বা “দ্য রেড লাইন” দিয়ে আসলে আমি কি বুঝাতে চাইছি? বিষয়টা বুঝার জন্য চলুন আগে আমরা সাধারণত "দ্য রেড লাইন বা লাল রেখা” বলতে সমগ্র পৃথিবীর মানুষ কি বুঝে, বিশেষত পশ্চিমা দুনিয়া বা সুশীল সমাজ কি বুঝায় তা জেনে নেই।

অক্সফোর্ড ডিকশনারী'র দেয়া বিশেষ্যপদ হিসেবে "রেড লাইন” এর সংজ্ঞা হলঃ "A boundary or limit which should not be crossed." অর্থাৎ "একটি সীমানা বা সীমারেখা যা অতিক্রম করা উচিত নয়।”


লেখকঃ আবু আমনুন সায়্যিদ। 

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।