ব্রাসিলিয়া, ব্রাজিল, ২৩ মুহাররাম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ১১ সেপ্টেম্বর ২০২০
إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ قال الله تعالى
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا وقال تعالى كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ وقال تعالى يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
فَإِن أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ تَعَالَى وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
أَمَّا بَعْدُ
সম্মানিত মুসল্লিগণ!
স্মরণ কর, যেদিন সমাবেশ দিবসের উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সমবেত করবেন, ঐ দিনই হচ্ছে লাভ- ক্ষতির দিন। আর যে আল্লাহর প্রতি ঈমান আনে ও সৎকর্ম করে তিনি তার পাপসমূহ মোচন করে দিবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়, তথায় তারা স্থায়ী হবে। এটাই মহাসাফল্য। (আল-বায়ান)।
ইন শা আল্লাহ, আজকের খুতবায় আমরা, "ইসলামে লাভ ও ক্ষতির ধারণা The Concept of Gain and Loss in Islam" নিয়ে তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা করবো। এটা এ কারণে যে আমরা সবাই জীবনে সফলতা লাভ করতে চাই, লাভবান হতে চাই। আমাদের সমাজের সবচেয়ে বোকা লোকটি ও বোধ করি খতিগ্রস্থ হতে চায়না। কিন্তু যদি আমরা মুসলিম হিসেবে লাভ বা ক্ষতির সঠিক সংজ্ঞা না জানি, তাহলে দিন শেষে অর্থাৎ মৃত্যুর পর কিয়ামতের হিসাব নিকাশের দিন চরমভাবে পস্তালেও তা কোন কাজে আসবেনা। হাজার চেষ্টা করেও আমরা আমাদের ক্ষতিকে তখন আর লাভে পরিবর্তন করতে পারবনা। এ কারণেই সম্মানিত মুসল্লিগণ, আজকের খুতবা টা খুব মনোযোগ দিয়ে শুনি যেন আমরা সবাই উভয় দুনিয়াতে লাভবান হতে পারি।
স্কলারগণ বলেন ইসলাম একটি বিপ্লবের নাম। বিপ্লব সম্পর্কে প্রথম বিষয়টি হ'ল এটি মানুষের জীবনযাত্রাকে গতিশীল করে, করে আরও উন্নত, সহজ ও উজ্জ্বল। এ জন্য ইসলাম সুনির্দিষ্ট নতুন সংজ্ঞা, ধারণা এবং মানদণ্ড (definitions, concepts and criterion) স্থাপন করে। আমরা সবাই পৃথিবী বিখ্যাত অনেক বিপ্লবের ব্যাপারে কম বেশী জানি বা শুনেছি। যেমন আমেরিকান বিপ্লব, ফরাশি বিপ্লব, শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব ইত্যাদি। কিন্তু কোন এক অজানা কারণে এই মাত্র বলা বিভিন্ন বিপ্লবের গুণাগুণ উৎসাহ নিয়ে বর্ণনা করলেও আমরা ইসলামী বিপ্লব নিয়ে কথা বলিনা। ইসলামী বিপ্লব মানে কিন্তু জঙ্গিবাদ, সন্ত্রাস বা চরম পন্থা নয়, যা ভিনদেশী মিডিয়া আমাদেরকে খাওয়াতে চায়। জেনে রাখুন ইসলামী বিপ্লব হল দুনিয়া এবং আখিরাত, ইহ এবং পরকাল উভয় দুনিয়াতে মানবজাতির সফলতা মুক্তি লাভের চাবিকাঠি!
ইসলাম প্রতিটি শব্দ এবং ধারণাকে ইসলামী শরিয়াতের অনুমোদিত সংজ্ঞায় সংজ্ঞায়িত করে। লাভ ও ক্ষতির ধারণা (ফালাহ ও খুসরান) বিশেষত আকর্ষণীয় যখন আমরা জানি যে ইসলাম আমাদের দুনিয়ার জীবনকে একটি পরীক্ষা হিসাবে বিবেচনা করে এবং আল্লাহর সাথে কৃত একটি চুক্তি সমাপনের জন্য মৃত্যু পর্যন্ত মানুষের জীবনকেও একটি সময় বা টার্ম হিসাবে দেখায়। শব্দতাত্ত্বিক বিচারে তেজারা (বা বাণিজ্য) আরবি শব্দটির দুটি পক্ষের প্রয়োজন, কারণ এটি এমন একটি লেনদেন বা ক্রিয়াকলাপ যেখানে কোনও ব্যক্তি অন্য জিনিসের বিনিময়ে কিছু বিনিময় করে। সে বিনিময় হতে পারে পণ্য, বা সম্মান বা অন্য কিছু!
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment