০৬ শাওয়াল ১৪৪১ হিজরী/২৯ মে ২০২০ ঈসায়ি
১ম পর্ব
إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ قال الله تعالى
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا وقال تعالى كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ وقال تعالى يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
فإن أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ تَعَالَى وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
أَمَّا بَعْدُ
# সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং আমরা আমাদের মধ্যে থাকা মন্দ এবং আমাদের মন্দ কর্মের পরিণতি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ যাকে পথ দেখান সে কখনই বিপথগামী হবে না এবং যাকে পথভ্রষ্ট করেন সে কখনও সৎপথ পায়না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই, তাঁর কোন শরীক নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা এবং রাসূল।
# "হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর যেমনভাবে ভয় করা উচিৎ এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করনা।” (৩:১০২)
# “হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তার জোড়া তৈরি করেছেন, অতঃপর সেই দু'জন হতে বহু নর- নারী ছড়িয়ে দিয়েছেন এবং তোমরা আল্লাহকে ভয় কর, যাঁর নামে তোমরা পরস্পর পরস্পরের নিকট (হাক) চেয়ে থাক এবং সতর্ক থাক রেহেমের-বন্ধন সম্পর্কে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।” (৪:১)
# "হে মু'মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সরল সঠিক কথা বল। তাহলে তিনি তোমাদের কাজকে ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে তারা অবশ্যই মহাসাফল্য অর্জন করবে।” (৩৩:৭০-৭১)
# নিঃসন্দেহে সর্বাধিক সত্য বক্তব্য হ'ল আল্লাহর কিতাব, সর্বোত্তম দিকনির্দেশনা হ'ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত এবং সবচেয়ে খারাপ বিষয় হল দ্বীনের মাঝে নব উদ্ভাবিত বিষয় বা বিদ'আত। প্রতিটি বিদ'আত বা নতুন উদ্ভাবিত বিষয় হ'ল পথভ্রষ্টতা এবং প্রতিটি পথভ্রষ্টতার পরিনাম হল জাহান্নাম।
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment