ব্রাসিলিয়া, ব্রাজিল, ০৫ রবিউল আখির ১৪৪২, ০৫ অগ্রহায়ন ১৪২৭ বঙ্গাব্দ, ২০ নভেম্বর ২০২০

প্রথম খুতবা

সূচনা

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللهُ فَلا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ. وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ

وَرَسُولُهُ.

( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ )

آل عمران 102]

( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلاً سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ

وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزاً عَظِيماً )

]71-70:الأحزاب[

أما بعد:

فَإِنْ أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ تَعَالَى وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةً وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ

أَمَّا بَعْدُ

সম্মানিত জুমা'আর মুসল্লিগণ!

পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বৈতনীতির মুখোশ উন্মোচনে, সাথে সাথে তাদের দুসর আমাদের প্রাচ্যের তথাকথিত বন্ধুদের ব্যাপারে আমাদের করনীয় নির্ধারণের আগে আমাদের জানা উচিত আসলেই তারা কি আমাদের বন্ধু! তারা আমাদের ব্যাপারে কতটা আন্তরিক! তাদের এবং আমাদের মাঝখানে ঈমান-শিক্ষা-সংস্কৃতি-সভ্যতাতে স্থাপিত ভার্চুয়াল প্রাচীর ছাড়াও, তাদের বানানো ইট-সিমেন্ট-বালির

বা কাঁটা তারের বেড়া আসলে কি ইঙ্গিত বহন করে? কি অর্থ প্রকাশ করে? ভালবাসা? বন্ধুত্ব? আমরা সকল মুসলিম যদি ব্যাপারটা জানার চেষ্টা করি, অর্থাৎ পশ্চিমারা ইসলামকে, ইসলামের নবী কে, মুসলিমদেরকে আসলে কি দৃষ্টিতে দেখে তা যদি বুঝতে পারি, বাকি মুসলিমদেরকে জানাই তবে একটা সময় ইন শা আল্লাহ আসবে যখন আমরা তাদের “পক্ষপাতদুষ্ট প্রাচীর শয়তানী অচলায়তন” নবী এর শেখানো পদ্দতিতে কোন যুদ্ধ ছাড়াই গুঁড়িয়ে দিতে পারবো। বিষয়টির গুরুত্ব বিবেচনায় আজকের সংক্ষিপ্ত খুতবায়, “পক্ষপাতদুষ্ট প্রাচীর: পশ্চিমা দৃষ্টিতে ইসলাম - PREJUDICED PERIMETER: ISLAM THROUGH WESTERN EYES” শিরোনামে আলোচনা করবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, 'আলাইহি তাওাক্কালতু ওয়া ইলাইহি উনিব!


লেখকঃ আবু আমনুন সায়্যিদ।

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।