ব্রাসিলিয়া, ব্রাজিল, ০৯ মুহাররাম ১৪৪২, ০৮ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৮ আগস্ট ২০২০
প্রথম পর্ব
إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ قال الله تعالى
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا وقال تعالى كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ وقال تعالى يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
فَإِن أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ تَعَالَى وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
أَمَّا بَعْدُ
সম্মানিত উপস্থিতি!
আদম সন্তানের চরিত্রের যেসব খারাপ দিক আছে, তার মধ্যে হিংসা-বিদ্বেষ মারাত্মক ক্ষতিকারক। ব্যক্তি, পরিবার ও সমাজে পারস্পরিক হিংসা-বিদ্বেষ, ঈর্ষাকাতরতা, কলহ-বিবাদ ইত্যাদি মানুষের শান্তিপূর্ণ জীবনকে অত্যন্ত বিষাক্ত করে তোলে। এতে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবন দুর্বিষহ হয়ে শান্তির দুনিয়া জাহান্নাম হয়ে ওঠে। হিংসুক মাত্রেই সে নারী বা পুরুষ যে ই হউক না কেন, অন্যের ভালো কিছু সহ্য করতে পারেনা। কাউকে যে কোনো ধরণের উন্নতি লাভ করতে দেখলে বা শুনলে হতে পারে তা চেহারার সৌন্দর্য বা বেশী আয়-রোজগার বা ভাল - স্কুল কলেজে পড়া বা যোগ্য স্ত্রী বা স্বামী লাভ বা ছেলে-মেয়ের উচ্চশিক্ষা লাভ বা দাম্পত্য সুখ অর্জন বা পদোন্নতি বা প্রশাসনিক ক্ষমতায় অভিষিক্ত হওয়া ইত্যাদি দেখলে হিংসুক মাত্রেই, আবার ও বলি, সে নারী বা পুরুষ যে ই হউক না কেন, অন্তরে অসহনীয় আফসোস, কঠিন কষ্ট, যারপরনাই জ্বালা অনুভব করে। এহেন ঘৃণ্য অ-অনুমোদিত অশোভন আচরণ ইসলামের সার্বজনীন স্বর্গীয় শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী।
মহাজ্ঞানী আল্লাহ আযযা ওয়া জাল এবং তাঁর প্রিয় হাবিব মুহাম্মাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম অত্যন্ত সুস্পষ্টভাবে ও সহজ-সরল ভাষায় মানবজাতিকে আমাদেরকে - আমাকে - আপনাকে হিংসা-বিদ্বেষের মারাত্মক পরিণতির ব্যাপারে কুর'আনের একাধিক আয়াত এবং হাদিসের মাধ্যমে সতর্ক করেছেন।
আজকের খুতবায় প্রথমত আমি আমার নিজেকে এবং আপনাদেরকে “হিংসা-বিদ্বেষ অত্যন্ত গুনাহের কাজ এবং মানব চরিত্রের অন্যতম মারাত্মক ক্ষতিকর উপাদান” এ বিষয়ে সংক্ষিপ্ত তথ্য - বহুল আলোচনা শুনাব বলে আশাকরি। "ওয়ামা তাওফিকি ইল্লাহ বিল্লাহ, 'আলাইহি তাওাক্কালতু ওয়া ইলাইহি উনিব।”
আমি সুবহানাল খালিক, গাফিরিযযান্ডি ও কাবিলিত্তাউবি, ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, যুল 'আরশিল মাজীদ পবিত্রতম সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, পাপ মার্জনাকারি, তাওবা কবুলকারি, প্রেমময় প্রভু, মহান - আরশের অধিপতি আল্লাহ'র কাছে আমাদের প্রত্যেকের পূর্বেকৃত হিংসা-বিদ্বেষের জন্য আন্তরিকভাবে তাওবা করছি -ক্ষমা চাচ্ছি। সাথে সাথে ভবিষ্যতে আমাদের মৃত্যু পর্যন্ত হিংসা-বিদ্বেষের মারাত্মক ক্ষতি ও পরিণতি থেকে আল্লাহ'র কাছে আশ্রয় চাই।
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment