অজেয়-ইম্প্রেগ্নেবল পূর্ব রোমক সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে তৈরিকৃত এবং বিশেষত ১৯৯০ এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ডিজাইনকৃত, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এককভাবে সর্বাপেক্ষা ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি সি মুসলিমরা সামরিকভাবে পদানত করবে মর্মে দেয়া কোন ভবিষ্যৎবানী যদি পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ জনপ্রিয় কোন গণক বা জ্যোতিষী (এদের কাছে যাওয়া ইসলামী শরিয়তে নিষেধ মর্মে সহিহ মুসলিমে হাদিস আছে) অথবা কোন সেলিব্রিটি বা বিশ্বজনীনভাবে গ্রহণযোগ্য রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান যে কেউ বলেন না কেন, আপনি বা আমি ইসলামের বিজয়ের ব্যাপারে যত বড়ই আশাবাদী বা অপটিমিষ্ট হইনা কেন বিশ্বাস করবোনা। আমরা কেন, এলাকার পাঁড় মাতাল বা পাড়ার সবচেয়ে নির্বোধ লোকটাও বোধকরি তা বিশ্বাস করবেনা। বর্তমান বাস্তবতায় এবং বুদ্ধি বিচারে এরূপ অলীক ভাবনা, কল্পনা বিলাস বিশ্বাস না করাটাই বিবেকের দাবি। বিষয়টা অবিশ্বাস করাটা সার্বিক বিচারে সঙ্গত এবং সঠিক ও বটে। কথাটা বলার কারণ হল, কনস্টান্টিনোপল তখন শুধু খৃষ্টান ধর্মাবলম্বী বাইযান্টাইন সাম্রাজ্যের অধীনে যে ছিল তা নয়, ছিল তাদের পূর্ব বাইযান্টাইন সাম্রাজ্যের রাজধানী। যে কোন সভ্যতায়; রাজা, মহারাজা, সম্রাটগণ তাদের রাজধানী যে সমস্থ বিবেচনায় স্থাপন বা স্থানান্তর করতেন তার প্রধান বিবেচ্য ফ্যাক্টরগুলি যেমন ভৌগলিক উপাদান, কৌশলগত বিবেচনা অথবা ভূ-কৌশলগত প্রয়োজনীয়তা ইত্যাদির মধ্যে প্রধানতম হত রাজধানীকে শত্রুর আক্রমণ বিবেচনায় কতটা নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়ে নিরাপদ রাখা যায়। সুতরাং বলা যায় অনেকটা বর্তমান সময়ের প্রবল প্রতাপশালী আমেরিকার মতই ছিল তৎকালীন পূর্ব রোমক সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপল ছিল প্রাকৃতিক ও মানব তৈরি বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী দিয়ে সুনিপুণভাবে সুরক্ষিত। ইংরেজিতে যাকে বলে একেবারে ইম্প্রেমেবল (Impregnable) - অজেয়।

কনস্টান্টিনোপল নিয়ে রাসুল (সাঃ) এর ভবিষ্যৎবানী

আমাদের প্রাণপ্রিয় রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে অনুরুপ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ভবিষ্যৎবানী করেছিলেন তৎকালীন পৃথিবীর অন্যতম সামরিক শক্তি পূর্ব রোমক সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল নিয়ে। ইতিহাস সাক্ষী, বিশ্বাসী মুসলিমগণ ভবিষ্যৎবানীটি আক্ষরিক অর্থে, আন্তরিকভাবেই বিশ্বাস করেছিলেন এবং শত শত বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছিলেন কনস্টান্টিনোপল বিজয়ের। সেই সামরিক অভিযানের সহযোদ্ধা ছিলেন অনেক সাহাবি রাদিয়াল্লাহু আনহুমগণ। বিশেষত মুয়াবিয়া (রাঃ) এর পুত্র ইয়াযিদ এর নেতৃত্তে পরিচালিত যুদ্ধে বয়বৃদ্ধ সম্মানিত সাহাবি আবু আইয়ুব আনসারী (রাঃ) এর অংশগ্রহণ ঐতিহাসিক ভাবে প্রমাণিত। যদিও ঐ যুদ্ধে বহুল আকাঙ্ক্ষিত সে বিজয় আসেনি।

হাদিস বিশারদ্বণের মাঝে বর্ণিতব্য হাদিসের বিশুদ্ধতা নিয়ে মতপার্থক্য থাকলেও কেউ এটাকে জাল হাদিস বলেননি। সমর্থনকারী বিশারদগনের মতে হাদিসটি হাসান। আর হাদিসটি হাসান হওয়ার বিরোধিতাকারি বিশারদগনের মতে হাদিসটি দুর্বল। আমরা বলি অবশ্যই আল্লাহ ভাল জানেন। তবে সার্বিক বিবেচনায় অধমের মত হল হাদিসটি গ্রহণযোগ্য। যা হোক পাঠককুল ধৈর্য হারানোর আগে হাদিসটি শেয়ার করি। মুসলমানদের বিজয়ের সুসংবাদ সম্বলিত ভবিষ্যৎবানী করা হাদিসটি ছিল নিম্নরুপঃ


লেখকঃ আবু আমনুন সায়্যিদ।

সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্‌নে এ ক্লিক করুন।