ব্রামিলিয়া, ১৪ মুহাররাম ১৪৪৪ হিজরী, ২৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, ১২ অগাস্ট ২০২২
প্রথম খুতবা
সূচনা
অতঃপর, অত্যন্ত জরুরী যে বিষয়ে প্রতি খুতবায় আমার নিজের এবং আপনাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করি, তা হল... Then, in every sermon, the most important thing that I try is to draw mine and your attention to...
হে সম্মানিত মুসলিম ও মুসলিমা! আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সম্মানিত কিতাব আল কুর'আন হচ্ছে মহাসত্য বানী। মুহাম্মাদ ﷺ এর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ মতাদর্শ। এর বিপরীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে দ্বীন আল ইসলামের মাঝে বিদ'আত বা নতুন বিষয়ের আবিষ্কার আর সংযোজন। এ হল স্পষ্ট পথভ্রষ্টতা যার ভয়াবহ পরিণাম জাহান্নাম!
O Respected Muslim & Muslimah! Allah Subhanahu wa Ta'ala's noble book Al-Qur'an is the greatest truth. Muhammad's creed ﷺ is the best ideology. On the contrary, the worst thing is the discovery and addition of new things, i.e. Bid'a in the Deen al Islam. This is a clear deviation, the terrible result of which is hellfire!
আলহামদুলিল্লাহ, আজকের খুতবায়, আল্লাহর সন্তুষ্টি ও স্মরণে আমরা আমাদের মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সম্মানিত আসমাউল হুসনা, আমাদের বর্ণনার ক্রমানুসারে ৭৮তম এবং ৭৯তম, অর্থাৎ “আল-মুনতাক্কিম – প্রতিশোধ-গ্রহণকারী এবং আল-আ'ফউ – শাস্তি মউকুফকারী", ইন শা আল্লাহ এই নাম দুটি নিয়ে সংক্ষিপ্ত
তথ্যবহুল আলোচনা করবো। Alhamdulillah, in today's sermon for the good pleasure and in remembrance of Allah we will have a brief yet informative discussion about our Lord, may He Be Glorified and Exalted, in the order of our narration of the revered Asma ul Husna of Allah Subhanahu wa Ta'ala's 78th and 79th names, i.e. ": Al- Muntaqim - The One who victoriously prevails over His enemies and Al-'Afuww The One with wide forgiveness", in sha Allah.
সুপ্রিয় উপস্থিতি! Dear Audience! Al-Muntaqim - The Avenger, the Disapprover is the Supreme being, the One who disapproves of wrongdoers. The One who reminds us when our behavior is incorrect. The One who is the avenger, in the sense, according to Islamic scholars, such that we need not seek personal retribution. The One and Only One who has the right to exact vengeance. The One who victoriously prevails over His enemies and punishes them for their sins. The One who destroys them. আল- মুনতাক্কিম হচ্ছেন সে সুমহান একক সত্তা যিনি প্রতিশোধ গ্রহণকারী, যিনি অন্যায় এবং অন্যায়কারীদের অনুমোদন করেন না। আমাদের আচরণ ভুল হলে যিনি আমাদের স্মরণ করিয়ে দেন। যিনি প্রতিশোধ গ্রহণকারী, সেই অর্থে, ইসলামী পণ্ডিতদের মতে যে, ব্যক্তিগতভাবে আমাদের প্রতিশোধ নেওয়ার কোন প্রয়োজন নেই। একমাত্র যার সঠিক প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে। যিনি তাঁর শত্রুদের উপর বিজয়ী হন এবং তাদের পাপের জন্য তাদের শাস্তি দেন। যিনি তাদের ধ্বংস করেন।
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment